Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

(ক) সংগঠিত জনগনের আত্ম-সামাজিক উন্নয়নের জন্য তাদের সমিতির নিবন্ধন প্রদান।

(খ) উক্ত সমিতি সমূহের কার্যক্রম সমবায় আইন ও বিধির আলোকে পরিচালিত হয় কি না তদারকি করণ।

(গ) সমিতি সমূহের বার্ষিক অডিট কাজে সহযোগিতা প্রদান।

(ঘ) সমিতি সমূহের বিরোধ নিষ্পত্তি।

(ঙ) সমিতি সমূহের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাধারন সদস্যদের সমবায় একাডেমী কুমিলস্না বার্ড, আঞ্চলিক সমবায় শিক্ষায়তন ফেনীতে ও  স্থানীয়ভাবে প্রশিক্ষন প্রদান।

(চ) যে সকল সমিতি ঋণ কার্যক্রম পরিচালনা করে তাদের ঋণ কার্যক্রম তদারকী করণ।

(ছ) বিভিন্ন শ্রেনীর সমিতিকে প্রয়োজন অনুযায়ী উপজেলার সংশিস্নষ্ট দপ্তরের সাথে যোগাযোগ স্থাপনে সহযোগিতা প্রদান।

(জ) সমিতি সমূহের উৎপাদিত পন্য সমবায় বাজার ন্যায্য দামে বিক্রয়ের নিমিত্তে সমবায় বাজার প্রতিষ্ঠা কার্যক্রম অব্যাহত রয়েছে।